Site icon Jamuna Television

চাঁদপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পুলিশ সুপারের স্বাক্ষর জাল, আটক ২

পুলিশ সুপারের স্বাক্ষর জালের ঘটনায় আটক দুই প্রতারক।

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের স্বাক্ষর জাল করায় প্রতারক চক্রের ২ সদস্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)) দুপুরে চাঁদপুর পুলিশলাইন্স মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে স্বাক্ষর জালের অভিযোগে চাকুরিপ্রার্থী মো. ইয়াছিন (২১) কে আটক করা হয়।  

এ প্রসঙ্গে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, শাহারাস্তি উপজেলার মো. আবুল হাশমের ছেলে ইয়াছিন গত সোমবার অনুষ্ঠিত নিয়োগের শারীরিক বাছাই পর্বে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি শারীরিকসহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাদ পড়েন। পরের দিন পুলিশ সুপারের স্বাক্ষর ও সিল জাল করে কৃতকার্যের কার্ড দেখালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে নকল সিল বানানো আরেক প্রতারক ওমর ফারুক (২৬) কে-ও আটক করা হয়। পরে পুলিশ ইয়াসিনের বাসা তল্লাশি করে পুলিশের চাকরির জন্য ৮ লাখ টাকার চুক্তির একটি স্ট্যাম্প উদ্ধার করে। এ ঘটনায় প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version