Site icon Jamuna Television

অনুমতি ছাড়াই পাকিস্তানে চলছিল পাঠান, কঠোর হাতে দমন করলো কর্তৃপক্ষ

ভারতের মতো ‘পাঠান’ ঝড়ের হাওয়া বইছে বিশ্বের অন্যান্য দেশেও। ‘পাঠান’ দেখতে মুখিয়ে ছিলেন পাকিস্তানের শাহরুখভক্তরাও। ছাড়পত্র না মেলায় আইন অমান্য করেই এতদিন পাকিস্তানে দেখানো হচ্ছিল সিনেমাটি। তবে এবার সেই রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

২৫ জানুয়ারি ভারতে মুক্তির পর আইন অমান্য করে পাকিস্তানের কয়েকটি প্রেক্ষাগৃহে চলছিল পাঠান প্রদর্শনী। প্রতিটি শো ছিল হাউজফুল। ফলে পাকিস্তানেও রমরমা ব্যবসা করে যাচ্ছিলেন হল মালিকরা। তবে বিষয়টি নজরে আসার পর সেই ব্যবসা থামিয়ে দিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড।

সম্প্রতি সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সরসের হস্তক্ষেপে ‘পাঠান’ এর প্রদর্শন বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের সেন্সর বোর্ড এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে জানিয়ে দিয়েছে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো সিনেমার প্রদর্শন বেআইনি। অন্যথায় ৩ বছরের কারাদণ্ড বা ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। আর এরপরই সব প্রেক্ষাগৃহ থেকে পাঠানের প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version