Site icon Jamuna Television

নির্বাচক প্যানেলের সদস্য হবেন না কোচ, সহকারী হিসেবে খোঁজা হচ্ছে বিদেশি কাউকে: পাপন

সংবাদ সম্মেলনে মত বিনিময়রত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দল নির্বাচন করবেন নির্বাচকরা, হাথুরুসিংহের পরামর্শ নেয়া হবে। তবে তিনি নির্বাচক প্যানেলের সদস্য হবেন না- বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, হাথুরুর সহকারী হিসেবে খোঁজা হচ্ছে একজন বিদেশিকে, এ তালিকায় আছেন শ্রীধরন শ্রীরামও। এদিকে, আয়ারল্যান্ড সিরিজ বাদ দিয়ে কাউকে আইপিএলের জন্য ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসিসির সভা থেকে ফিরে বিপিএল দেখতে এসে বিসিবি সভাপতি জানালেন এশিয়া কাপের ভেন্যু ঠিক করবে পাকিস্তানই। তবে, ভেন্যুর মতো এখনও নির্ধারিত হয়নি কে হচ্ছেন হাথুরুসিংহের সহকারী কোচ। ইংল্যান্ড সিরিজের আগে তালিকায় শ্রীধরন শ্রীরামকে নিয়েই এগোচ্ছে বিসিবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আপাতত একজন বিদেশি অ্যাসিসটেন্ট কোচ খুঁজছি। কারণ, যে পরিমাণ খেলা তাতে একজনের পক্ষে সামলানো আসলে সম্ভব না। দেশি কোচদেরও অ্যাপ্রোচ করা হবে। তাহলে কয়েক বছরের মধ্যে তারাও দায়িত্ব নিতে পারবেন।

হাথুরুসিংহ ফিরে আসায় আবারও আলোচনায় দ্বিস্তর বিশিষ্ট নির্বাচন প্রণালী। তবে, বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিলেন নির্বাচক প্যানেলেই করবে তাদের কাজ।

হাথুরুসিংহের সময় ফ্রাঞ্জাইজি ক্রিকেট খেলতে গিয়ে ফেরত আসতে হয়েছিলো সাকিবকে। ইংল্যান্ড সিরিজের পর আসবে আয়ারল্যান্ড। তখন আইপিএল খেলার কথা সাকিব, লিটন, ফিজের। বিসিবি কি এবার ছাড় দিবে?

বিসিবি সভাপতি বলেন, এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই। এটা ওদেরকে আগেই বলে দিয়েছি।

তামিমের বার বার ইনজুরি নিয়ে চিন্তিত বোর্ড। তবে, ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অধিনায়কের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানালেন নাজমুল হাসান পাপন।

/এসএইচ

Exit mobile version