Site icon Jamuna Television

কাঁদতে কাঁদতে ভূমিকম্পের পর সাহায্য চাইলেন শেফ বুরাক

ছবি: সংগৃহীত

তুরস্কের গাজিয়ানটপে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের নিহত হয়েছে। এই ঘটনায় সকলের কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চেয়েছেন শেফ বুরাক ওজদেমির। খবর মিডিল ইস্ট আই’র।

এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর সকলের হৃদয় নাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য ভিডিও বার্তা দিয়েছেন তুরস্কের সুপরিচিত শেফ বুরাক ওজদেমির, যিনি সিজেডএন বুরাক নামেই বেশি পরিচিত।

এক ভিডিও বার্তায় কাঁদতে দেখা যায় বুরাককে। তিনি বলেন, দয়া করে, যারা পারেন তারা সবাই সাহায্য করেন। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আছে। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ।

বুরাক বলেন, অনেক মানুষ আমাদের মেসেজ দিচ্ছে। আমরা শেয়ার করা ছাড়া আর কিছুই করতে পারছি না। দয়া করে, আপনাদের সামর্থ্যের মধ্যে যা আছে, তা করুন।

/এনএএস

Exit mobile version