Site icon Jamuna Television

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চট্টগ্রামের খুলশীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। র‍্যাব দাবি করেছে, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা- জাকির, ডালিম। তাদের দুইজনের বাড়ি বাগেরহাট। অপরজনের নাম জানা যায়নি।

র‍্যাব-৭ জানায়, একটি প্রাইভেট কারে কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদক নেওয়া হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। খুলশির রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় একটি গাড়িকে থামাতে গেলে টহল দলকে লক্ষ্য করে গুলি করে প্রাইভেট কারের আরোহীরা। র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ১২০ কেজি গাজা, একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Exit mobile version