Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে রাশিয়া

আগামী মাসে মাঠে গড়াতে যাওয়া অনূর্ধ্ব-১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে রাশিয়া। টুর্নামেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতার দায়িত্বে থাকা উয়েফার অনুরোধেই সাফের দলগুলোর সাথে খেলার সম্ভাবনা রয়েছে দেশটির।

কমলাপুরের টার্ফের অবস্থা ভালো না হওয়ায় আয়োজন ঘিরে রয়েছে জটিলতা। বিদেশি দলগুলোর অভিযোগে প্রতিনিয়তই পড়তে হচ্ছে সমালোচনায়। এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলার আক্রান্ত হয়েছেন ইনজুরিতে।

২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের। তবে ভেন্যু সংক্রান্ত জটিলতা তৈরি হলে কমলাপুরের পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাফুফের।

ইউএইচ/

Exit mobile version