Site icon Jamuna Television

১ কোটি ১০ লাখ লিটার তেল ও ৮ হাজার টন ডাল কিনবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল এবং আট হাজার টন মসুর ডাল কিনবে সরকার। বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ১৯৪ কোটি ৫৬ লাখ টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে খুচরা পর্যায়ে দাম পড়বে ১৭৭ টাকা। আর ৭৩ কোটি ২৮ লাখ টাকায় ৮ হাজার টন মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা মূল্য হবে ৯১ টাকা ৫০ পয়সা। টিসিবির মাধ্যমে এই তেল ও ডাল দেয়া হবে ১ কোটি পরিবারকে।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বৈঠকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ই-পাসপোর্ট প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেয় কমিটি।

/এম ই

Exit mobile version