Site icon Jamuna Television

‘আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কিছুরই যোগ্য হতে পারলাম না’, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট:

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় আক্ষেপে গলায় ফাঁস দিয়েছে নওশিন জাহান নামের এক শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফলাফলের পরপরই নিজ বাড়িতে এই ঘটনা ঘটায় সে। নওশিন দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সে দিনাজপুর শহরের মহারাজা স্কুল মোড় (বালূবাড়ী) মহল্লার জাহাঙ্গীর আলমের কন্যা।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আত্মহত্যার আগে লেখা চিরকুটে আশানুরূপ ফলাফল না হওয়ায় পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে এই পথ বেছে নেয়ার কথা জানায়। চিরকুটে পিতা মাতার উদ্দেশে নওশিন লিখেন, ‘আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কিছুরই যোগ্য হতে পারলাম না’।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

/এনএএস

Exit mobile version