Site icon Jamuna Television

স্বামী আদিলের গ্রেফতারের পর থানার বাইরে অজ্ঞান হয়ে গেলেন রাখি

কিছুদিন আগেই মা হারালেন বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এরপর নতুন বিয়ের খবরেও বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে তার সাম্প্রতিক কথাবার্তায় বোঝা যাচ্ছিলো তিনি সাংসারিক জীবনে সুখি নন। তাইতো একের পর এক অভিযোগ তুলছিলেন স্বামী আদিলের বিরুদ্ধে। এবার রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে পুলিশ গ্রেফতার করলে থানার বাইরে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। খবর আনন্দবাজারের।

আদিল দুরানির থেকে নিরাপত্তা চান, এই মর্মে ওশিয়ারা পুলিশ স্টেশনে গিয়েছিলেন রাখি। সেখানে থানার বাইরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান তিনি। তার দাবি, বাড়ির দুটো চাবির মধ্যে একটি তার কাছে ও অপরটি রয়েছে আদিলের কাছে। তিনি চাননা আদিল সেই চাবি ব্যবহার করে মাঝরাতে বাড়িতে ঢুকুক।

রাখির আশঙ্কা, আদিল তার গার্লফ্রেন্ডের সাথে মিলে তাকে কিছু করে ফেলতে পারে। তাই তিনি পুলিশের কাছে নিরাপত্তা চান।

এটিএম/

Exit mobile version