Site icon Jamuna Television

জনভোগান্তি তৈরি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকতে ডিএমপি কমিশনারের আহ্বান

ছবি: সংগৃহীত

সরকারি কর্মদিবসে জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল বিএনপি’র যে পদযাত্রা কর্মসূচি রয়েছে তাতে নগর জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হবে। সীমাহীন ভোগান্তিতে পড়বে রাজধানীবাসী।

শুধু বিএনপি নয়, দায়িত্বশীল সব দলের প্রতিই আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র কর্মসূচি বন্ধ করে দেয়া হবে না। শুধু তাদের ছুটির দিনে কিংবা কোনো মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছি।

/এনএএস

Exit mobile version