Site icon Jamuna Television

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বরগুনার আমতলীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বাসটি কলাপাড়া থেকে বরিশাল যাচ্ছিলো। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাসটি মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন চাকার যান মাহেন্দ্র’র সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশুসহ ৬ জন। তারা সবাই মাহেন্দ্র’র যাত্রী। আহত ২ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

Exit mobile version