Site icon Jamuna Television

এইচএসসিতে ফেল করায় ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আফরিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত আফরিন আক্তার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি এবার ডি কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ওসি তাজুল ইসলাম। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। এ সময় তার বাবা বাড়ির বাইরে ছিলেন। রেজাল্ট শোনার পর মেয়েটি ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁস নেয়। পরে তার ছোটবোন গোসল করে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় আফরিনকে দেখতে পায়। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে নামানো হলে ঘরেই তার মৃত্যু হয়।

এএআর/

Exit mobile version