Site icon Jamuna Television

বিভক্তি ঠেলে রিপাবলিকানদের প্রতি একসাথে কাজ করার আহ্বান জো বাইডেনের

বিভক্তি দূরে ঠেলে রিপাবলিকানদের প্রতি একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে ২য় বারের মতো দেয়া তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে গুরুত্ব পায় ‘আমেরিকা ফার্স্ট’ নীতি। খবর বিবিসির।

বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে দেখা হচ্ছে ২০২৪ সালের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ৭২ মিনিটের ভাষণে অভ্যন্তরীণ ইস্যুতেই বেশি কথা বলেন বাইডেন। উঠে আসে বেকারত্ব, অর্থনীতি, পুলিশি ব্যবস্থা সংস্কার ও নিরাপত্তা ইস্যু।

জো বাইডেম তার ভাষণে বলেন, সংঘাত নয়, প্রতিযোগিতা করতে চাই আমরা। এজন্য কংগ্রেসকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈশ্বিক জোট তৈরি করে যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাড়িয়েছি, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত বিষয় চীনের নজরদারি বেলুন বা রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুও খুব একটা গুরুত্ব পায়নি বাইডেনের বক্তব্যে। চীনের সাথে সুসম্পর্ক রাখতে চান বললেও ঝুঁকি তৈরি হলে মার্কিন সার্বভৌমত্ব রক্ষায় ব্যবস্থা নেয়ার অঙ্গীকারও করেন।

এটিএম/

Exit mobile version