Site icon Jamuna Television

৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে যমজ ভাই-বোন জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে দেড় বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের মা-বাবাকে উদ্ধার করা হয়েছে। খবর মেট্রো‘র।

খবরে বলা হয়, যমজ ছেলে আহমেত এরবেকে প্রথমে উদ্ধারের সময় উদ্ধারকারীরা চিৎকার করে বলছিল, একটি অলৌকিক ঘটনা আসছে এবং তারা কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে শিশুকে টেনে বের করে মেডিকেল টিমের কাছে পাঠান।
পরে এরবের যমজ বোন আমিন এলসিনকেও উদ্ধার করে বাচ্চাদের হাসপাতালে পাঠানো হয়। চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে উদ্ধারকর্মীরা যমজদের মা পিনার এবং বাবা ইব্রাহিম কারাপিরলির কাছে যান। উদ্ধারের পর তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়।

উলেখ্য, তুরস্কের গাজিয়ানটপে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

/এনএএস

Exit mobile version