Site icon Jamuna Television

এসি মিলান-ম্যান ইউ ম্যাচে ২৬ টাইব্রেক শট!

এক ম্যাচের ফলাফল নির্ধারণে নিতে হয়েছে ২৬টি টাইব্রেকার শট! ভাবা যায়? তাও আবার দুই জায়ান্ট ক্লাব এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে। যুক্তরাষ্ট্রে রোজ বোল স্টেডিয়ামে প্রাক মৌসুম ফুটবল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় দল দুটি। তবে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত আন্দ্রে হেরেরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

মূল ম্যাচের ১২ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে তিন মিনিট পরেই সুসোর গোলে সমতা পায় মিলান। এরপর নির্ধারিত ৯০ ও যোগ করা সময়ে আর কোনো দল গোল পায়নি। আনঅফিসিয়াল ম্যাচ বলে অতিরিক্ত আর কোনো সময় না গড়িয়ে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর সেখানেই দেখা যায় পেনাল্টি শুটআউটের দীর্ঘ ম্যারাথন। যেখানে একে একে ২৬টি শট শেষে শেষ হাসি ম্যান ইউর। আর, ৫টি শট মিস করে আক্ষেপই সঙ্গী হলো এসি মিলানের।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version