Site icon Jamuna Television

মাশরাফী কিংবদন্তি, বাংলাদেশে তার মতো আর কেউ নেই: আমির

মাশরাফী কিংবদন্তি, বাংলাদেশে তার মতো আর কেউ নেই। বিপিএল মিশন শেষে ফিরে যাওয়ার আগে এমন মন্তব্য করেছেন পাক পেসার মোহাম্মদ আমির।

আমিরের পেইসের ভক্তের সংখ্যা কম না। বিপিএল মিশন শেষে বাসে ওঠার আগে ভক্তদের আবদার মেটানোর মাঝেই কথা দিয়েছিলেন ঠিক দুই মিনিট কথা বলবেন গণমাধ্যমে।

ফিরে গেলেও সিলেট চ্যাম্পিয়ন হবে বলেও বিশ্বাস তার। সেই সাথে তৌহিদ হৃদয় ও পেসার রেজাউর রহমান রাজারা টাইগার ক্রিকেটের সম্পদ হতে পারে বলেও বিশ্বাস করেন পাকিস্তানের এই পেইসার

সিলেট দলটার শক্তির জায়গা তরুণরা। এ বিষয়ে আমির বলেন, রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি এই পরিশ্রম ধরে রাখে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে।

তিনি আরও বলেন, আসলে দেখুন আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশাকরি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে।

মাশরাফী প্রসঙ্গে আমির বলেন, মাশরাফী নিয়ে একটা শব্দই বলব, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারও তুলনা নেই, মিলে না।

/এনএএস

Exit mobile version