Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ধরা পড়লো ১৬০ কেজি ওজনের হাউশ মাছ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের ইলিশা জালে বিরল প্রজাতির একটি হাউশ মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ১৬০ কেজি বা সাড়ে ৪ মণ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলেরা মাছটি কমলনগর উপজেলার মতিরহাট ঘাটে তুলে আনেন।

জানা গেছে, বিশাল আকৃতির মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সাড়ে ৩০ ফুট এবং লেজের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। ঘাটে রাখার পর মাছটি দেখতে উৎসুক লোকজন ভীড় জমায়।

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, কমলনগর উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। ছিদ্দিক বেপারী নামে একজন ব্যবসায়ী সাড়ে ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। বর্তমানে সেটিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version