Site icon Jamuna Television

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ঝিনাইদহে আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রবিন দাস, আওয়াল হোসেন, আনজু ও ফারুখ খান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, কালীগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় র‍‍্যাব। সে সময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। তারা যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version