Site icon Jamuna Television

ইমরান খানকে অভিনন্দন সাবেক স্ত্রী জেমিমার

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

বৃহস্পতিবার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পরপর বেশ কয়েকটি টুইট করেন তিনি। বলেন, তার সন্তানদের বাবা ইমরান খান হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। সাবেক এই ক্রিকেটারের দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান-পতন, প্রচেষ্টার প্রশংসা করেন জেমিমা।

১৯৯৫ সালে ব্রিটিশ ব্যবসায়ী পরিবারের মেয়ে জেমিমা’কে ভালোবেসে বিয়ে করেন ইমরান খান। এই দম্পতির রয়েছেন দুটি সন্তানও। তবে ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের।

Exit mobile version