Site icon Jamuna Television

ঝিনাইদহে ৬ সুদ কারবারি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বেআইনিভাবে সুদের কারবার চালানোর অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- হরিহরা গ্রামের জাহাঙ্গীর হোসেন, ব্রাহিমপুর গ্রামের আমজাদ হোসেন, বারইপাড়া গ্রামের রহিম শেখ, শেখপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান, ভাটই গ্রামের পলাশ হোসেন ও চাঁদপুর গ্রামের পিয়ার আলী।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, তারা প্রত্যেকেই এলাকায় প্রভাবশালী। দীর্ঘদিন ধরে সুদের কারবার চালিয়ে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক হারে সুদ আদায় করতো। দরিদ্র মানুষ তাদের কাছ টাকা ঋণ নিয়ে সুদ দিতে দিতে প্রায় নিঃস্ব হয়ে গেছে। টাকা ধার দেয়ার সময় তারা ব্যাংক চেকে সই করিয়ে নিতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version