Site icon Jamuna Television

রাজধানীতে চলছে জুয়েলারি মেলা, ছাড়-অফারে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা

রাজধানীতে শুরু হয়েছে জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন ‘বাজুস ফেয়ার’। এতে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, এই আয়োজন দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করবে। বিশ্ববাজারেও অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। স্বর্ণকে সম্পদ হিসেবে বিবেচনা করে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

দ্বিতীয়বারে মতো আয়োজিত এ মেলায় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে। মেলায় রয়েছে ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকছে। প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা। ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

/এমএন

Exit mobile version