Site icon Jamuna Television

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করতে র‍্যাবকে বলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচন হোক সরকারও তা চায়। তদন্ত দ্রুত শেষ করার জন্য র‍্যাবকে বলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সাংবাদিক দম্পতি হত্যার দ্রুত বিচার দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্মারকলিপি দেন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। তখন তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

স্মারকলিপিতে ডিআরইউ এর নেতারা বলেন, এক দশক পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনও শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত থেকে ৯৫বার সময় নেয়া হয়েছে। বিচার না পেয়ে সাগর-রুনির পরিবার ও গোটা সাংবাদিক সমাজে ক্ষোভ আর হতাশা তৈরি হয়েছে।

/এমএন

Exit mobile version