Site icon Jamuna Television

অন্য নারীদের পেছনে খরচ করতেন আদিল! দেড় কোটি রুপি ফেরত চাইলেন রাখি

রাখি সাওয়ান্ত ও স্বামী আদিলের কাণ্ডে বেশ সরগরম বলিউড পাড়া। এরইমধ্যে রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেফতার করেছে পুলিশ। এবার নতুন খবর, আদিলের থেকে দেড় কোটি রুপি দাবি করলেন রাখি। খবর আনন্দবাজারের।

রাখির দাবি, তার টাকা অন্য মেয়েদের পেছনে অর্থ খরচ করতেন আদিল। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি বলছেন, আমার বহু কষ্টে উপার্জিত অর্থ। আর এই টাকা অন্য মেয়েদের পেছনে খরচ করছে আদিল।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাখির কথা শুনে বেশ খানিকটা ভীত আদিল। তিনি বলেন, ব্যবসার কাজে সব টাকাই খরচ হয়ে গিয়েছে। কিন্তু খুব শিগগিরই সুদসহ তোমার পুরো টাকা ফেরত দিয়ে দেব। তবে সেই টাকা রাখি ফেরত পেয়েছেন কি না, তা যদিও জানা যায়নি।

এটিএম/

Exit mobile version