Site icon Jamuna Television

মেক্সিকোয় পিকআপ উল্টে খালে, ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

মেস্কিকোর উত্তরাঞ্চলে পিকআপ ভ্যান উল্টে একটি খালে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, নিহতদের সবাই ছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী। তারা ওই পিকআপে করে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলেন। টেক্সাস সীমান্তে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানটি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ১০ জন পুরুষ, ৩ জন নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ আরোহীর কাছে গুয়াতেমালার পরিচয়পত্র পাওয়া গেছে।

দুর্ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

এসজেড/

Exit mobile version