Site icon Jamuna Television

ভূমিকম্পে ঢাকায় তুরস্কের সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে জানাতে ঢাকার তুরস্কের দূতাবাসে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মুস্তাফা তুরান বলেন, দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের পর থেকে আমার পূর্বসূরী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক নিখোঁজ রয়েছেন। তুরস্কের দক্ষিণাঞ্চল আনাতোলিয়া এলাকায় ধসে পড়া একটি বাড়ির নিচে আটকা পড়েছেন তিনি। ডেভরিম ওজতুর্ক সেখানে তুরস্কের পররাষ্ট্র দফতরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করছিলেন। তবে ভূমিকম্পের পর তার এখনও কোনো খোঁজ মেলেনি।

এদিকে, ডেভরিম ওজতুর্কের জন্য দোয়া চেয়েছেন মুস্তাফা তুরান। নিখোঁজ এই কূটনীতিক ২০১৫ থেকে ২০১৯ সালে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন।

/এমএন

Exit mobile version