Site icon Jamuna Television

জন্ম নিলো ভারতের প্রথম ট্রান্সজেন্ডার দম্পতির সন্তান

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় জিয়া পাভাল-জাহাদ ট্রান্স দম্পতি বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। খবর রয়টার্স‘র।

ভারতের এ ট্রান্স দম্পতির সন্তান জন্মদানের ঘটনাটি দক্ষিণ এশিয়ান দেশটির জন্য মাইলফলকও বটে। ২০১৪ সাল থেকে ট্রান্সজেন্ডারকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়া হলেও প্রতিনিয়িত বৈষম্যের সম্মুখীন হচ্ছেন ট্রান্সজেন্ডাররা।

বুধবার ভারতের একটি সরকারি হাসপাতালে হাসপাতালে সন্তান জন্ম দেন জাহাদ। নবজাতকসহ বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।

পাভাল বলেন, আমি খুব আনন্দিত। আজ আমি আমার সন্তানকে স্পর্শ করতে পেরেছি। তবে জিয়া পাভাল-জাহাদ ট্রান্স দম্পতি শিশুটির লিঙ্গ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ছেন।

/এনএএস

Exit mobile version