Site icon Jamuna Television

শব্দ দূষণে শারীরিক ক্ষতির শিকার হওয়ার কথা জানালেন খোদ পরিবেশ মন্ত্রী

শব্দ দূষণে শারীরিক ক্ষতির শিকার হওয়ার কথা জানালেন খোদ পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। জানালেন, এক কানে শুনতে পান না তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান মন্ত্রী। বলেন, দূষণ রোধে অনেক আইন আছে কিন্তু প্রয়োগ নেই। জনবলের ঘাটতি থাকায় জনসচেতনতার তাগিদ দিয়েছেন তিনি।

কর্মশালায় সারাদেশে শব্দ দূষণের চিত্র তুলে ধরা হয়। বলা হয়, অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দেশের লাখো মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে বক্তারা বলেন, শব্দ দূষণের ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। পাশাপাশি মানসিক সমস্যা তৈরি করে।

মুক্ত আলোচনায় অংশ নেন চিকিৎসক, সাংবাদিক, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, গবেষণা কেবল ফলাফল নয়। সমস্যার কারণ তুলে আনা দরকার। তবে এর চেয়ে জরুরি আইনের বাস্তবায়ন। না হলে প্রকল্পের পর প্রকল্প নেয়া হলেও শব্দ দূষণের সমস্যা সমাধান হবে না বলে মন্তব্য করেন কেউ কেউ।

/এমএন

Exit mobile version