Site icon Jamuna Television

‘কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা নাটক’

কুষ্টিয়ায় সাংবাদিক মাহমুদুর রহমানের উপর হামলা নাটক মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপি নেতা মওদুদ আহমদ নিয়মিত প্রলাপ বকছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

সকালে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিরোধ নিষ্পত্তি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিপরিষদের বিষয়ে ঠিক সময়ে প্রধানমন্ত্রী অবহিত করবেন বলেও জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, প্রচলিত বিচার ব্যবস্থায় সব মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব নয়। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টিও মাথায় রাখতে হবে।

Exit mobile version