Site icon Jamuna Television

সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা শিশুদের ভয় দূর করতে গল্প-গান শোনালোন উদ্ধারকারীরা

সিরিয়ায় ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকা থেকে আতঙ্কিত শিশুকে গান শুনিয়ে, গল্প করে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এমন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইদলিবে আরও শত শত বাড়িঘরের সাথে ভেঙে পড়ে এই শিশুর বাড়িও। মেঝের একেবারের কাছেই নেমে আসে ছাদ। সিরীয় স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট’র সদস্যরা সন্ধান পায় শিশুটির।

তবে দীর্ঘ সময় চাপা পড়ে থাকায় ভয়ে জড়োসড়ো হয়েছিল সে। গল্প-গানে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন উদ্ধারকারীরা।

এটিএম/

Exit mobile version