Site icon Jamuna Television

সিরিয়াকে প্রায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি ফ্রান্সের

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়াকে প্রায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা জানান। খবর আল আরাবিয়া’র।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রাঙ্কোইস দেলমাস বলেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে এই সহায়তা বেসরকারি সংস্থা ও জাতিসংঘের মাধ্যমে বিতরণ করা হবে।

জাতিসংঘ-সিরিয়ার মধ্যস্থতাকারী গেইর পেডারসেন দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সেখানে ত্রাণ বিতরণে যেন বাধা সৃষ্টি করা না হয়।

উলেখ্য, তুরস্কের গাজিয়ানটপে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

/এনএএস

Exit mobile version