Site icon Jamuna Television

জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!

ছবি: সংগৃহীত

রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ। জাদেজার টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মতো ৫ উইকেট নেয়ার দিনে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে, অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ‘ফক্স ক্রিকেট’র দাবি, জাদেজাকে বল নিয়ে ‘প্রশ্নবিদ্ধ’ মুহূর্তে দেখা যায়। পরে এটি নিয়ে বিতর্ক শুরু হয়।

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছিল পিচ বিতর্ক। এবার আরও বড় বিতর্ক সামনে এসেছে। অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ‘ফক্স ক্রিকেট’র দাবি, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যেকার প্রথম টেস্টের প্রথম ইনিংসের সময় একটি মুহূর্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর তাতে সমালোচনার ঝড় ওঠে টুইটার দুনিয়ায়।

ছবি: সংগৃহীত

ফক্স ক্রিকেটের টুইটের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেন, সে ( জাদেজা) তার ঘূর্ণায়মান আঙুলে কী রাখছে? এটা কখনো দেখিনি।

তবে, আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও অবধি এমন কোনও দাবি করেনি।

/আরআইএম 

Exit mobile version