Site icon Jamuna Television

প্রাইভেটকারের ধাক্কায় আর বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রী রুকাইয়ার

ঝিনাইদহ প্রতিনিধি:

প্রাইভেটকারের ধাক্কায় ঝিনাইদহের শৈলকুপার ৫ম শ্রেণির ছাত্রী রুকাইয়ার আর বাড়ী ফেরা হলোনা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় মারা যায়।

নিহতের পরিচয়-শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে উম্মে রুকাইয়া (১১)। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, স্কুল ছুটির পর বেলা ১২টার দিকে রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী লাল রঙের প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় মারা যায়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ শৈলকুপার নিজ বাড়িতে এসে পৌঁছে।

এটিএম/

Exit mobile version