Site icon Jamuna Television

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। তবে একা নয়, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলির সাথে মিলে টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে তারা। খবর রয়টার্স’র।

এদিকে, বেশ আগেই বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবও। গ্রিস, মিশর মূলত আয়োজন করতে চাইলেও সেখানে অংশীদার হিসেবে থাকতে চায় সৌদি।

সিদ্ধান্তটা যদিও এখন পর্যন্ত পরিস্থিতি বলছে এই লড়াইয়ে এগিয়ে আছে সৌদি গ্রুপ। এশিয়ার দাপট সৌদির কাছে, ইউরোপে গ্রিস আর আফ্রিকা মহাদেশের সাপোর্টটা থাকবে মিশরের দখলে। অপরদিকে, দক্ষিণ আমেরিকার সাপোর্টে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে।

যদিও ২০৩০ সালে বিশ্বকাপে ১০০ বছরপূর্তি উপলক্ষ্যে আগ্রহের তালিকায় থাকা উরুগুয়ের পক্ষেও আসতে পারে ফিফার সিদ্ধান্ত। ১৯৩০ সালের বিশ্বকাপের যাত্রাটাও যে শুরু হয়েছিল ল্যাটিন আমেরিকার এই দেশ থেকে।

তবে, এসব ছাপিয়ে বিশ্বকাপ আয়োজনের এই লড়াই কে জিতবে সৌদি নাকি আর্জেন্টিনা। যদি সৌদির পক্ষে সিদ্ধান্ত আসে তাহলে যে মাঠের পর মাঠের বাইরেও দুই দলের লড়াইয়ে জয়টা পাবে সবুজ বাজপাখিরা।

/এনএএস

Exit mobile version