Site icon Jamuna Television

বরিশালে কাউকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক ও প্রচারণাকারীদের গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি এই নির্দেশনা দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

বরিশালে সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগে বরিশালের বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বুধবার রিট আবেদনটি দায়ের করেন। আজ ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

Exit mobile version