Site icon Jamuna Television

টেকনাফে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

টেকনাফে পৃথক তিনটি অভিযান বিপুল পরিমাণ মাদক ও এক আসামিকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গতকাল রাত ১১টার দিকে খারাংখালী বিওপি এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে আসা কয়েকজন ব্যক্তিকে নাফ নদীর তীরে নামতে দেখা যায়। এ সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা হতে লাফিয়ে দ্রুত সাঁতরে মিয়ানমার অংশ পালিয়ে যায়।

নৌকায় পলিথিন মোড়ানো একটি ব্যাগ পাওয়া যায়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ১ দশমিক ২৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি ঊননব্বই লাখ বিশ হাজার টাকা। পরে বিজিবি আরও কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা সমমানের মাদক উদ্ধার করে এবং গ্রেফতার করা হয় একজনকে।

ইউএইচ/

Exit mobile version