Site icon Jamuna Television

তুরস্ক ও সিরিয়ার জন্য বিশেষ দোয়া ইন্দোনেশিয়ায়

ছবি: সংগৃহীত

ভূমিকম্প কবলিত তুরস্ক ও সিরিয়ার জন্য বিশেষ প্রার্থনা আয়োজিত হয়েছে ইন্দোনেশিয়ায়। খবর আনতারা নিউজ’র।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নামাজ পড়ে দোয়া করা হয় দেশটির বিপর্যস্ত বাসিন্দাদের জন্য। সৃষ্টিকর্তার কাছে দ্রুত এই বিপর্যয় কাটিয়ে ওঠার প্রার্থনা জানান দেশটির বাসিন্দারা। প্রকাশ করেন সহমর্মিতা।

এছাড়া তুরস্কের পৃষ্ঠপোষকতায় নির্মিত এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা তুর্কি ও সিরীয় বাসিন্দাদের জন্য সংগ্রহ করছে ত্রাণ সামগ্রী। সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তা। উদ্ধারকাজে সহায়তা দিতে জরুরি দল ও ত্রাণ পাঠিয়েছে দেশটির সরকার।

/এনএএস

Exit mobile version