Site icon Jamuna Television

নাটোরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় নিজ ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে ফিরোজা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার সোনাপুর হিজলী পাবনাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত আদম আলী মুনশীর মেয়ে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ভোরে স্বামী সন্তানহীন বৃদ্ধা ফিরোজার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই বৃদ্ধা আগুনে দগ্ধ হয়ে মারা যান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতর শীত থেকে বাঁচতে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু অসাবধানতাবশত তা থেকে ঘরে আগুন লেগে যায়।

ইউএইচ/

Exit mobile version