Site icon Jamuna Television

বিএনপি’র কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দেয়া আ. লীগের রাজনৈতিক দৈন্যতা: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপি’র কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দেয়াকে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির কর্মসূচিকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন আমীর খসরু। বলেন, সরকার বাধাগ্রস্ত করতে চাইলেও বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে যাবে না।

জনগণ রাস্তায় নেমে আসায় সরকার জনতাকে ভয় পাচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বলেন, মিথ্যা ও গায়েবি মামলা, হত্যাযজ্ঞ চালিয়ে জনজোয়ার বন্ধ করা যাবে না।

/এনএএস

Exit mobile version