Site icon Jamuna Television

ইউসিএলে অনিশ্চিত ইনজুরি আক্রান্ত মেসি

গোলডটকম থেকে নেয়া ছবি।

ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন পিএসজির প্রাণ ভোমরা। খবর গোলডটকমের।

ফ্রেঞ্চ কাপের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। চোটের কারণে মোনাকোর বিপক্ষে শনিবারের লিগ ম্যাচও মিস করবেন লিও। তবে, ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে বায়ার্নের বিপক্ষে মেসির সার্ভিস চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। যদিও শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মেসির খেলা নিশ্চিত নয়।

এদিকে, মেসির আগেই ইনজুরিতে পড়েছেন পিএসজির তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে অনিশ্চিত ফ্রান্সের সবচেয়ে বড় এ তারকা।

/এসএইচ

Exit mobile version