Site icon Jamuna Television

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্কালোনি

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা।

বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পেছনের কারিগর স্কালোনি। তার অধীনে কাতার বিশ্বকাপে শিরোপা জেতে লিওনেল মেসিরা। বর্ষসেরা কোচের পুরস্কার নেয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ৪৪ বছর বয়সী এই কোচ। কেননা ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের পর পুরস্কারটা বিশ্বকাপজয়ী কোচের হাতেই উঠেছিল।

গত বছর রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন করান আনচেলত্তি। তাই বছরটি তার জন্য আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে। যদিও বর্ষসেরা কোচের পুরস্কারটি কখনোই তার হাতে উঠেনি।

আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে দেয়া হবে এই পুরস্কার। গার্দিওলা এই পুরস্কার সবশেষ জিতেছিলেন ২০১১ সালে। তখন ছিলেন বার্সেলোনার ডাগআউটে। এবার লম্বা সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় সিটি।

ইউএইচ/

Exit mobile version