Site icon Jamuna Television

তুরস্কে ধ্বংসস্তূপের ভেতর থেকে কুকুরছানা উদ্ধার (ভিডিও)

তুরস্কের ধ্বংসস্তূপের ভেতর থেকে এবার উদ্ধার করা হলো এক কুকুরছানাকে। কংক্রিটের ভেতর কোনো রকমে টিকে ছিল ছানাটি। মোটামুটি সুস্থই আছে সাদা রঙের ওই কুকুরছানা। খবর ইনসাইডারের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এর একটি ভিডিও প্রকাশ করা হয় টুইটারে। তবে কুকুরছানাকে উদ্ধার করা হয়েছে আরও একদিন আগে। অর্থাৎ ওইভাবে কুকুরছানাটি আটকে ছিল ৩ দিন। ভিডিওতে দেখা যায়, কংক্রিটের ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো রকমে মাথাটুকু বের করে ছিল ওই কুকুরছানা। শরীরের বাকি অংশ চাপা পড়ে ছিল ধ্বংসস্তূপের ভেতরেই। কুকুরটিকে পাওয়ার পর উদ্ধারকর্মীরা তাকে পানি খাওয়ান। এরপর এটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এদিকে, সোমবারের (৬ ফেব্রুয়ারি) এ ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। তবে এ ঘটনার চার দিন পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই কমছে।

এসজেড/

Exit mobile version