Site icon Jamuna Television

বাহুবলী ২’কে পেরিয়ে ১ নাম্বার হতে পারবে কি ‘পাঠান’?

পাঠানের গতি যেন বক্স অফিসে থামার নাম নিচ্ছে না। ছবি মুক্তির ৩ সপ্তাহ পরেও বলিউডে শাহরুখের গতি বেসামাল। এই গতি ভেঙে দিয়েছে একাধিক ছবির রেকর্ড। এবার ১ হাজার কোটির কাছাকাছি পৌঁছে গেছে পাঠান। খবর আনন্দবাজারের।

গত ৪ বছর ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। স্বাভাবিকভাবেই নায়ককে দেখার জন্য দর্শক উন্মুখ হয়ে ছিলেন। এবার কিং খান দেখিয়ে দিলেন বিরতির পর এভাবেও ফেরা যায়।

অথচ ২০১৮ সালে ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মার সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে শাহরুখের ‘জব হ্যারি মেট সেজ়ল’ও চলেনি। ওই বছর সুপারস্টারের আরও একটি ছবি ‘রাইস’-এরও ভরাডুবি হয়েছিল।

বৃহস্পতিবার পর্যন্ত যশরাজ ফিল্মসের পাঠান শুধু দেশেই ব্যবসা করেছে ৪৫২.৯৫ কোটি টাকার এবং বিদেশে আয় করেছে ৩৩৩ কোটি।

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িক সাফল ছবি হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। দেশে এই ছবির হিন্দি ভার্সান ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকা। যদিও সামগ্রিকভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ ছবির এই নজির টপকে যেতে পারে ‘পাঠান’ এমনটাই আশা করা যাচ্ছে।

এটিএম/

Exit mobile version