Site icon Jamuna Television

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুইটি বই প্রত্যাহার

ছবি: সংগৃহীত

২০২৩ নতুন শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ‘ইতিহাস ও অনুসন্ধানী পাঠ’ নামের দু’টি বই পাঠদান থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই শ্রেণির পাঠ্যবইয়ের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় অংশ সংশোধন করা হবে। তবে বইগুলোর অন্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে।

শিক্ষাক্রম ঘেঁটে দেখা গেছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের দু’টি করে বই আছে। এর এক অংশের নাম দেয়া হয়েছে অনুশীলনী পাঠ ও অপর অংশের নাম দেয়া হয়েছে অনুসন্ধানী পাঠ। এরমধ্যে ‍দু’টি শ্রেণিতেই ‘অনুসন্ধানী পাঠ’ বই দু’টি আর পড়ানো হবে না।

আরও বলা হয়েছে, এই বইগুলোর কী কী বিষয় সংশোধন করা হবে তা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে।

এটিএম/

Exit mobile version