Site icon Jamuna Television

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, নির্বাচন নিয়ে কথা বলে কোনো লাভ নেই। নির্বাচনে কোন দল আসলো, কোন দল আসলো না দেখার দায়িত্ব আওয়ামী লীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, মুখ্য আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির। এছাড়াও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।

এএআর/

Exit mobile version