Site icon Jamuna Television

ফেসবুকের দরপতন, ২ ঘণ্টায় ১৭ বিলিয়ন ডলার খোয়ালেন জাকারবার্গ!

মাত্র দুই ঘণ্টায় প্রায় ১৭ বিলিয়ন ডলার খুইয়েছেন মার্ক জাকারবার্গের। বাংলাদেশি টাকায় এই ক্ষতির পরিমাণ ১৩৬ হাজার কোটি টাকা। বুধবার নিউ ইয়র্কে শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দরপতন ঘটে শতকরা ২০ ভাগ। এ কারণেই তাকে এত বিশাল পরিমাণ অর্থ হারাতে হয়েছে।

মার্কিন অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, যদি বৃহস্পতিবারও দরপতনের ধারা অব্যাহত থাকে তাহলে ব্লুমবার্গের হিসাব অনুযায়ী বিশ্বের সেরা ধনীর তালিকায় (বিলিয়নিয়ারস ইনডেক্সে) জাকার্বার্গের অবস্থান তৃতীয় থেকে নেমে ৬ষ্ঠ-তে চলে যাবে।

এমনটি হলে ফেসবুক মালিকের সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।

অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি তাদের বিনিয়োগকারীদেরকে এমন দরপতনের বিষয়ে সতর্ক করেছিলো। মূলত ক্যামব্রিজ এনালিটিকা কেলেঙ্কারি এবং ইউরোপে সামাজিক মাধ্যমটির তথ্য সংগ্রহ পদ্ধতির ওপর নানা বিধি নিষেধ আরোপের ফলে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এতে বিজ্ঞাপনের হারও কমে যাচ্ছে বলে জানা গেছে।

Exit mobile version