Site icon Jamuna Television

অল্ট বালাজি’র মালিকানা হস্তান্তর করলেন ‘টেলিভিশন কুইন’ একতা কাপুর

ভারতীয় টেলিভিশনের রানী বলা হয় জিতেন্দ্র কন্যা একতা কাপুরকে। তার প্রোডাকশন হাউজ বালাজি টেলিফিল্মসের ডেইলি সোপ পেয়েছে একের পর এক সাফল্য। এরপরই ওয়েব সিরিজ নির্মাণে একতা তৈরি করেন অল্ট বালাজি। এবার নিজেকে এই সংস্থার প্রধান থেকে সরিয়ে নিলেন তিনি। খবর এনডিটিভির।

অল্ট বালাজির বিভিন্ন ওয়েব সিরিজের কারণে নানা সময়ে আইনি জটিলতায় পড়তে হয়েছে একতাকে। বেশ কয়েকবার গ্রেফতারি পরোয়ানাও জারি হয় তার নামে। ধারণা করা হচ্ছে এ কারণেই, সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলেন জীতেন্দ্রর স্ত্রী ও কন্যা।

অল্ট বালাজির নতুন মুখ হলেন বিবেক কোকা। একতা বিবেকের হাত সব তুলে দিয়ে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিবেক কোকাই হলেন এই সংস্থার নতুন প্রধান। বিবেকের তত্ত্বাবধানেই এ বার থেকে নিজের পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাবে এই সংস্থা। অল্ট বালাজি এই মুহূর্তে ভারতের অন্যতম ওটিটি সংস্থা। এখন থেকে সেই সংস্থার চেয়ারপার্সনের দায়িত্ব থেকে আমরা সরে যাচ্ছি। আগামীর জন্য অনেক শুভেচ্ছা নতুন টিমকে।

এটিএম/

Exit mobile version