Site icon Jamuna Television

রোববার থেকে শুরু হচ্ছে বিপিএলের বিদায় পর্ব

ছবি: সংগৃহীত

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রোববার (১২ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে ফরচুন বরিশাল। মিরপুরে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। আর একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে সিলেট। দেশি-বিদেশি ক্রিকেটারদের ধারাবাহিক পারফরমেন্সে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি। আর প্রতিশোধের ম্যাচে রংপুরকে ৭০ রানের বড় ব্যাবধানে হারিয়ে সিলেটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে, গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে খুলনার কাছে ৬ উইকেটে হেরেছে ফরচুন বরিশাল। সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই হেরে কিছুটা ব্যাকফুটে সাকিবের দল।

/এনএএস/এমএন

Exit mobile version