Site icon Jamuna Television

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও দেখতে চাইলে গুনতে হবে টাকা

ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের ভিডিও ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইমে।

জুম এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের ছবি-ভিডিও দেখতে হলে টাকা খরচ করতে হবে। এই নবদম্পতি তাদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন। রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ের আয়োজন করা হয়।

গত কয়েক বছর ধরেই তারা গোপনে চুটিয়ে প্রেম করছিলেন। একদম গোপনে রেখেছিলেন নিজেদের সম্পর্কটাকে। যদিও তাদের নানা সময়ে নানা জায়গায় একসাথে দেখা গিয়েছিল।

/এনএএস/এমএন

Exit mobile version