Site icon Jamuna Television

হাতিয়ায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, রাতে চানন্দী বাংলাবাজারে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

/এসজেড//এমএন

Exit mobile version