Site icon Jamuna Television

‘সব নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাষ্ট্র’

তিন সিটি নির্বাচনসহ আগামীতে অনুষ্ঠিতব্য সব নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাষ্ট্র। বিকালে নির্বাচন কমিশনে প্রধান সিইসি কে এম নূরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এ সময় গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার করা মন্তব্য ব্যক্তিগত নয়, এসব কথা ওয়াশিংটনের বলে জানান বার্নিকাট।

পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, তিন সিটি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়েছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ।

Exit mobile version